মতিউল ইসলামের কবিতা

পরিচিতি -মতিউল ইসলাম,জন্ম মুর্শিদাবাদের খাঁড়েরা গ্রামে,পিতা নুরুল ইসলাম মা বেগম নসিবা ইসলাম,পেশা শিক্ষকতা,প্রকাশিত কাব্য একমুঠো রোদ্দুর, বাউলের একতারা,কিংবা ঝুমবৃষ্টি,এবং মরিচিকা বা স্বপ্ন। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে মতিউল ইসলামের একগুচ্ছ কবিতা। ১.অরাজনৈতিক ভোর জাগলেই স্বপ্ন গুলো ফুল হয়ে যায়,লাল,নীল,বেগুনী। কিছু সাদা ফুলও থাকে শহীদবেদী আলোকিত করার জন্য। আলো আর অন্ধকারের মাঝে কিছু সমঝোতা লেনদেন মিটিয়ে ফেলা যায় কিছু দুঃস্বপ্ন মুছে ফেলার জন্য, স্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝে ভাঙ্গাসেতুর মতো দোল খায় কিছু মায়াবী বিকেল, তারা স্বপ্ন না ফুল হতে চায় নিজেই বোঝে না। তারপর হঠাৎই লকডাউনে সব বন্ধ স্বপ্নের ফেরিওয়ালা ফুলওয়ালি মুখে মাস্ক দিয়ে নামতা পড়ে, কিন্তু মজাটা হলো একের ঘরই আওড়ে যেতে হয় যাতে সংখ্যা গুলো একই থাকে। চাল আর ডাল অর্থাৎ শুধু খিচুড়ি, অভিধান থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে বেশ কিছু শব্দ। ২.মরাহাতি এখন মেঘ আসলেই বজ্রপাত হয় ঝলসানো মাংসের মতো পড়ে থাকে নীথর শরীর মাঠে ময়দানে যেন মৃত্যুর মড়ক যেন ভোজ বাড়ির এঁটোপাতা শুধু বুভুক্কু কুকুরের বদলে কিছু মৃত কাক তাদের ছবি আঁকেন না কাক...