দেবানন্দ ভট্টাচার্যের কবিতা

দেবানন্দ ভট্টাচার্য। জন্ম কলকাতায়। উনিশশো তিপ্পান্ন সালে। অবসরপ্রাপ্ত শিক্ষক। সাহিত্য চর্চার পাশাপাশি একজন আঁকিয়ে।'নির্বাচিত কবিতা' সহ মুদ্রিত বই তিনটি। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবি দেবানন্দ ভট্টাচার্যের একগুচ্ছ কবিতা। ১: নদীকান্না কাল সারারাত একটা কুকুর বুকভাঙা আর্তনাদে অন্ধকারে ডুবে ছিল। বিমর্ষ চাঁদের ঘোলাটে জোছনার জল ছড়ানো চারদিকে। আমার প্রথম দ্যাখা বরুণা-নদীটি হয়তো এখন ভিন্ন গ্রহবাসী। কুকুরের হাহাকারে অস্পষ্ট সে-ও এসেছিল জলমগ্ন অবয়বে। কুয়াশাধূসর এই ছবি গা-ভাসালো নদীকান্না হয়ে। ২: একক শালুক খানিক অবকাশে কখনোসখনো ব্যতিক্রমী সন্ধ্যাও জুটে যায়। ভিন্ন অর্থবহ পরিবেশ কতো কি ভাবায় সবটা তো বলে দেওয়া যায় না। সম্পর্কের গভীরে কৃষ্ণবর্ণ জল তেচোখা মাছ শ্যাওলা শামুক জলে গোল্লাকাটা আলপনা বিপ্রতীপে একক শালুক....... ফুটে আছে।সেই ঘন কৃষ্ণবর্ণ জলে ডুবে যাই।শহরতলীর অলিগলিতে বিবর্ণ জোছনা নয়ানজলির ছবি হয়ে পড়ে আছে। খানিক অবকাশে সে এক দুর্লভ প্রাপ্তি! ...