মন্দিরা ঘোষের কবিতা

কবি পরিচিতিঃ মন্দিরা ঘোষ জন্ম বর্ধমান জেলায় এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে।শৈশব থেকেই যৌথপরিবার ও সাহিত্য আবহে বেড়ে ওঠা।প্রকৃতির সাথে নিবিড় যোগাযোগ ও কবিতার লালন তখন থেকেই।পড়াশোনা বোলপুর ও পরে বর্ধমানে। বর্তমানে বিবাহসূত্রে হাওড়ার শিবপুরে বসবাস। বিভিন্ন পত্রপত্রিকা, লিটিল ম্যাগাজিনে ও ওয়েব ম্যাগাজিনে পরিচিত মুখ। তিনটি কাব্যগ্রন্থ ও দুটি সংকলন রয়েছে। কাব্যগ্রন্থ গুলি হলঃজ্যোৎস্নাশরীরের ছবি,মিশুক শব্দের মলাট ও অম্বালিকার কিশোরীগন্ধ। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা ১ : লকডাউনের পাতা থেকেঃ ছবি রোদ আর ছায়ার মাঝের ফাঁক থেকে উঠে আসছে হতাশ সকালের মুখ টুকরো টুকরো মানুষ হাঁটু মুড়ে আছে ছায়ার অন্ধকারে নৌকোঘরে কোনো ভোর আঁকা নেই গাছের অনুভূমিক ডালপালা ডুবে যাচ্ছে গ্রীষ্মের আগুন নাভিতে ফুলের শরীরে সংগীত নেই আর অদূরে নতজানু পৃথিবী ভুল রা...