ছাব্বির আহমেদের কবিতা

নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম কাঁঠালিয়ায় জন্ম। স্কুল জীবন থেকেই লেখালেখির ইচ্ছে , কিন্তু সুযোগের অভাবে হয়নি, পরে এক তরুণ কবি , আমিনা তাবাসসুম এর সান্নিধ্যে লেখালেখি শুরু। লেখার পাশাপাশি পুরোনো দিনের গান শুনতে ভালোবাসে , করেছে বাংলাতে মাস্টারস । আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে ছাব্বিরের একগুচ্ছ কবিতা ১: সে ফিরে আসার অপেক্ষা সে ফিরে আসার অপেক্ষায় জীবন অতিবাহিত হয়ে গেলো, বন্ধুর পথ ধরে। তবুও জানি, একটা চোরা আশায় ছাতি চওড়া হয়। বরফের আগুনে, হিমমিশ্র জ্বালা জোড়ায় বেখেয়ালে। ঘড়ির কাটায় পুড়তে পুড়তে সময়ের ছাই, মিশে যায় সারা শরীরে। সে ফিরে আসার অপেক্ষায়। দিগন্তরেখায় চেনা সূর্য ঢলে পড়ে। সাদা রক্ত ফুরোতে থাকে চক্ষু সাগরে। যেখানে নেই কোনো সসীমতা, নেই কোনো মেশিন। তবুও সাদারক্তের যেনো শেষ হয়না, অফুরন্ত। জীবন-যৌবন রেখা গৌধুলির দিকে ছুটে চললো, সে ফিরে আসার অপেক্ষায়। ২: চেতনা আমার ভাবনায় জড়িয়েছি, তোমার দেহ খানি। সভ্যতার মায়াজালে, দেহ ভিজিয়েছি, সাঁতার জানিনা নেমেছি রূপ সাগরে। ডুবু ডুবু রবে ছেয়ে গেছে, সাদা পাহাড়ের চূড়ো। তিল তিল করে গড়ে তোলা...