শুভ্রনীল চক্রবর্তীর কবিতা

পরিচিতি - স্ট্যাটিসটিক্স এ মাস্টার্স করে এখন রাশি বিজ্ঞানী হিসেবে কর্মরত । ছোটবেলা থেকেই কবিতা ও সাহিত্যের প্রতি ভালোবাসা বিশেষত মা এর থেকেই পাওয়া । প্রথম কবিতা প্রিন্টেড আকারে বেরোয় ক্লাস ৮ এ পড়াকালীন । নিয়মিত কবিতা চর্চা শুরু ২০১২-১৩ সাল থেকে , প্রথম কোনো প্রকাশনীতে কবিতা প্রকাশ পায় ২০১৬ সালে । এখনো অব্দি বিভিন্ন পত্রিকায় প্রায় ৪০ টির বেশী কবিতা বেড়িয়ে গেছে । কবিতার পাশাপাশি বিশ্লেষণধর্মী প্রবন্ধ ও ছোট গল্প ও বেশ কিছু পত্রিকায় বেড়িয়েছে । আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে শুভ্রনীলের কবিতা। সভ্যতার পোড়া রেক্সিন ১ অধিকতর সংশ্লিষ্ট সভ্যতা রচনাই শ্রেয় সভ্যতার মান্যতা দান = গিলোটিনে গণতন্ত্র ধৃষ্টতা পরিহিত ক্ষুদার্ত বর্মে নিশাচর মদ্যপানের অবৈধ স্বীকার - ফুটপাথে ঘুমোনো কাঠমাথা গুলো ডিজিটাল নামের আড়ালে নৃত্যরত ঘন কালো কুয়াশা , মেঘপায়ীদের আসর, নিরবি...