Posts

Showing posts from April, 2020

দেবাশিস তেওয়ারীর কবিতা

Image
সংক্ষিপ্ত জীবনী ----------------------- জন্ম১৪ ই জানুয়ারি ১৯৮২. ২০০২ সালে দেশ পত্রিকার শারদ সংখ্যায় কবিতা প্রকাশের মধ্যে দিয়ে বৃহত্তর পাঠক সমাজে পরিচিতি।আকাশবাণী কলকাতা কেন্দ্রে নিয়মিত কবিতা পাঠে অংশ নেন।এ যাবৎ কবির প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৬।  শেষেরটি প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স। দেশ,আনন্দবাজার,বর্তমান,শিলাদিত্য,নন্দন,প্রসাদ,কবিতা পাক্ষিক থেকে শুরু করে অজস্র কাগজে নিয়মিত লেখালেখি করেন।কবি পছন্দ করেন প্রচুর পড়াশোনা করতে,ও প্রচুর হাঁটতে।পেশাঃ গভঃ হাইস্কুলের শিক্ষক(বাংলা ভাষা ও সাহিত্য) আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা।  ১: দৃশ্যের ভিতরে অতিসঞ্চরণশীল এক একটি দৃশ্যের ভিতর থেকে তুলে আনি কাশফুল,প্রজাপতি প্রেম,ধানফুল গ্রাম... আমি আমার পুজ্যপাদ দিদিকে সেসব ছবি দেখাই, জড়ভরতের মতো ছবির গা থেকে বেরোয় আঁশটে গন্ধ, দিদি মাছ কাটতে ভালোবাসেন, তাই ছবিগুলোর প্রেমে পড়লেন।প্রেমে পড়তে পড়তে প্রেমে পড়তে পড়তে ছবিগুলো ফিকে হয়ে উঠল, সূর্য রঙ ঢেলে দিল গায়ে... দৃশ্যের ভিতর থেকে ছুটে আসা স্থবির আক্ষেপ মাঠ-ঘাট পার হয়ে ট্রেন ধরতে চলে গেল   ...

কাজী রুনা লায়লার কবিতা

Image
আলিপুরদুয়ার জেলার অরণ্যঘেরা একটি গ্রাম জন্মদেশ ।একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষিকার দায়িত্বে। পড়াশোনা এম. এ.(বাংলা)  বি.এড. উত্তরবঙ্গ বিদ্যালয় থেকে। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তিনি লেখেন হৃদয়ের স্পর্শকাতর অনুভূতিময় কবিতা  , অথচ প্রকাশ ভঙ্গি অত্যন্ত ঝরঝরে  যা জিরো বাউন্ডারি গোত্রের । আজ  একক উদযাপন বিভাগে থাকছে কবির ভালোবাসা সিরিজের একগুচ্ছ  কবিতা  1: 'ভালোবাসা বৃক্ষ হয়ে ওঠো ' কিছুই পারিনি জানো তো,  যে কথারা জমে আছে বহুকাল  বুকের ভেতর বলা হয়ে ওঠেনি সেভাবে... দুহাতে ছুঁয়েছি এই মাটি, দুপায়ে হেঁটেছি এই পথ  ধানীমাঠ,চা বাগিচা,  অরণ্যের বুকের ভিতর কেবলই হেঁটেছি আমি আজন্মকাল মাধুকরী করে জমিয়েছি শব্দের খুদকুড়ো। যে মানুষ পেতে রাখে সহজ প্রত্যয়। যে মানুষ ভালোবাসে,ফসল ফলায় যে মানুষ অজস্র ভাঙন বুকে চেপে জীবনের কাছে আসে, ঘন হয়ে বসে তার কথা বলিনি কখনো যাদের ঘরকন্নায় লেগে থাকে অভাবের স্যাঁতাপড়া দাগ, হাভাতে গন্ধ নিরন্ন হাঁড়িতে  তাদের কথা সেভাবে বলা হলো না। সেইসব মানুষের কথা যারা ছড়িয়ে দিচ্ছে মুঠো মুঠো স্বপ্নের বীজ...

বিশ্বজিৎ দাসের কবিতা

Image
    বিশ্বজিৎ দাস। জন্ম ১৯৮৫ সালে উত্তর চব্বিশ পরগনার ভবানীপুরে। " সব ব্যর্থতাই একদিন কবিতায় এনেছে। কবিতার কাছে তাই দায়বদ্ধতাহীন বাস্তবতা রাখি সহাস্যে। " - এটা কবির কথা । প্রকাশিত কাব্যগ্রন্থ : হ্যালোজেন ও স্পর্ধাগুচ্ছ। তরুণ কবি বিশ্বজিৎ  দাস পূর্ব  পাকিস্তানের বাংলা কবিতার গতিপ্রকৃতি (1947-71) নিয়ে M Phil করেছেন । বরাবর ই  ভিন্ন ভাবে শব্দের প্রয়োগে অভ্যস্ত আজ রইল কবির একগুচ্ছ কবিতা          কাঁচের মেঘের নিয়তি                   ১. কলিংবেলের ভিতর থেকে বেরিয়ে আসে মুখ বাড়ানো জঙ্গলের সরীসৃপ... এমনভাবে তাকানো যে, আমির খান অভিনীত পিকে'র ক্রাইসিস! অথচ আড়ালে লেগে থাকে পপকর্ন সমুদ্রে আছড়ে পড়ে আত্মহত্যা কাজের মাসি। মাসি নয়। মেয়েটি নরম নদী পেরিয়ে চলে গেছে শুকনো পাতায়... ২. দিদিমণি অফিসিয়াল কাজে চলে যায় জলের গভীরে! আরও গভীরে যাও গান হয়তো শুনেছিল; সেইমতো কাজ! কে জানে মুদ্রার দুই পিঠে দুজনই ক্রমশ নিভে গিয়ে নতুন এলইডিতে মেশে ওই হল! যে যার মতো করে ফ্রেস মস্কো নয় পশ্চিমবঙ্গ;...

আমিনুল ইসলামের কবিতা

Image
আমিনুল ইসলাম (কবি ও টেক্সট রাইটার) থাকেন মুর্শিদাবাদের বহরমপুরে । তিনি দীর্ঘদিন ধরেই কবিতা চর্চা করে চলেছেন । কবিতা পাক্ষিক,  সমিধ সহ একাধিক পত্রিকায় লিখে চলেছেন । ভুবনডাঙা  - নামে একটি  web magazine সম্পাদনা করেন । আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির ছয়টি কবিতা । ১) অনিকেত বর্ণনা  ওইদিকে কিছুটা পথ বেলাগাম অনতিবিলম্বে পাথরে সূর্য গড়িয়ে এলে ডানামেলে লাল সাইকেল সহসা গোড়ালীর ঘাম শুঁকে ফিরছে ঈগল একটাও সাদাবক বয়ে আনেনি পিয়ন তবুও তাল একপায়ে এখনো দাঁড়িয়ে মন্থর    অপেক্ষায় স্থবির তারা হয়ে জ্বলে পায়ে পা রেখে পাথরে খোদাই করা প্রাণ সত্যান্বেষণ থেকে উড়ছে কাকের পালক আলোর স্নানঘর থেকে কয়েক ডেসিবল দূরত্ব চেঁটে বসে আছে দাঁড়ি, কমা, বিষ্ময় ইত্যাদি সাবালক বিরাম চিহ্নের জমায়েত এসব উপেক্ষা করেও সবুজ ভেলভেটে ছুটছে খরগোশ ভিজে বেড়ালের চামড়ায় অনুশোচনাহীন গাছপালার শাখামূল ক্রমহ্রাসমান সততার আলোয় ধোঁয়া অক্ষরের কন্ঠস্বরে সত্যতার জ্বর জড় ও সজীব ধর্মপ্রাণ পদার্থের ভেতর তড়িৎ গতিতে বহমান বেমালুম অস্বীকার এখন অনেক বাক্য ক্ষয়ের মাত্...

শুভ ব্যানার্জির কবিতা

Image
শুভ ব্যানার্জির বাড়ি  বাঁকুড়ার বেলিয়াতোড়ের কাছে একটি গ্রামে । কর্মসূত্রে থাকে মুম্বাই । শুভ খুব বেশি দিন লিখছে না , কিন্তু ওর লেখা এখন বেশ mature হয়ে উঠেছে । কবিতা চর্চার জন্য   জিরো বাউন্ডারি WhatsApp group  এর সাথে যুক্ত । আজ রইল কবির একগুচ্ছ কবিতা  , COVID-19 সিরিজ সহ অন্যান্য কবিতা ।       1:    COVID-19 (১)শরীর থেকে খসে পড়ছে সমস্ত পারদ আশ্রয়, চিনির কার্বন ছায়া লুকিয়ে কি করবে রুপ সময় তো বৈরাগী ঢেউ (২) রাস্তা ও নিরবতা পারস্পারিক ভালোবাসার মতো যন্ত্রণা তো সাময়িক চার দেওয়ালেই গেঁথে গেছো ঈশ্বরজন্ম 2: বেত্রাঘাত ও সম্পর্ক (১) তুমি ও বেত্রাঘাত নিরালা সংলাপের মতো রোমকূপের রাস্তা দিয়ে হেঁটে যাই মলিন গন্ধেই লুকিয়ে আছে দেহজ প্রেম। (২) বাথরুমটা মিথ্যেবাদী তাও ভিজেছে জলেরা শ্যাওলার আড়ালেই মুছে যায় সম্পর্ক (৩) জীবনটা এক বদ্ধ্বঘর চেপে  রেখছি আত্মাদের মৃত্যু? সে তো পরমাত্মার প্রতিরূপ 3: অস্তিত্ব (১) উড়ে যাও, উড়েই যাও মধ্যবর্তী ভালোবাসার মতো কুড়িয়ে ফিরি অঙ্গীকার জ্বলন্ত কানকোর নিচ...

অরিজিৎ রায়ের কবিতা

Image
অরিজিৎ রায়। বাড়ি বাদুড়িয়া থানার অন্তর্গত ভোজপাড়া গ্রামে। বসিরহাট কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে মাস্টার্স  ।  কবিতা লেখেন নিজস্ব মার্জিত রূপে , আবেগ বর্জিত ঝরঝরে ভাষায়। জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা  ১: ইতিহাসে‌র জন্ম তুমুল বৃষ্টি। চারদিকে জলের কোলাহল। বাড়ির পিছনের জঙ্গলে তখন হুলুস্থুল কাণ্ড। জলের তোড়ে ভেসে যাচ্ছে পিঁপড়েদের ঘরবাড়ি কে কোথায় ছিটকে গেছে জানা নেই। এর‌ই মধ্যে জনাকতক মধ‍্যবয়সী ভীরু পিঁপড়ে পুরুষ্টু এক পাতার উপর বসে বিন্দাস পৌঁছে গেল বাগানের পূর্বদিকের ভিজে ঢিবিটার উপর। ওই ঢিবিটাকে একটি রাষ্ট্র ভাবা হোক পিঁপড়েরা জনগণ, শাসক আপাতত নেই। প্রথমত ওদের খাদ্য প্রয়োজন। দ্বিতীয়ত ওরা এরপর ঘর বানাবে। পোশাকের যেহেতু প্রয়োজন ছিল না কোনোকালে অত‌এব তৃতীয়ত ওরা সংগমে মাতবে... এভাবে বংশবিস্তার হয়ে রাষ্ট্র চৌহদ্দি বাড়াবে। এখন, একটি রাষ্ট্র জন্ম নেওয়ার পর তাদের ইতিহাস প্রয়োজন; কীভাবে অথৈ বিপদের দিনে জনাকতক জাতীয় বীর মূর্ত হয়ে গড়ে তুললো এই রাষ্ট্র, তার গালভরা মিথ্যে বীরত্ব নিয়ে বস্তুনিষ্ঠ ইতিহাস লেখা হবে রাষ্ট্রীয় আতিথেয়তা‌য়...

মুকলেসুর রহমানের কবিতা

Image
 মুকলেসুর রহমান, পিতা, রফিকুল ইসলাম, মাতা, রাশিদা বিবি, জন্ম 18/06/1998 মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ছোট্ট গ্রাম টিকটিকি পাড়ায়।পেশায় ছাত্র( B, A দ্বিতীয় বর্ষ) ( কৃষক) শখ কবিতা লেখা বই পড়া( সাহিত্যচর্চা ) মূলত এটুকুই 🙏 আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে মুকলেসুর রহমানের তিনটি কবিতা । ১: দেশ টা আজ  মৃত হতভাগ্যা মানুষ দেশ টাকে উলঙ্গ করে ছাড়লো সমাজের গায় দু-টুকরো ছেড়া কাফন আমি অন্তর্বাস কাঁধে নিয়ে হাঁটছি রক্তে ভিজে যাচ্ছে গণতন্ত্র  বিবেকের প্রশ্ন ভিড় করেছে  টুইন টাওয়ারের  মস্তিকে ধর্মের গায়ে ঘাঁ, পা ফেলে দেখি দেশটা যেন  মৃত গণতন্ত্র মরেছে,  তারই রক্তে ডুবে অর্ধেক আসমানে শুধুই বাঁশ পোতা কবর   গোল্লা এখন নিদারুণ এক নিরক্ষর রেখায়   লটকে আছে আমার দেশের কাঁটা মুন্ডু খানা    চতুর্মাত্রিক পরকীয়ার সুগন্ধ ভাসে ,যেন তোমাদের উৎসব। তুমি ,আমি হত্যা করেছি গণতন্ত্র    দখল  করি রক্তে রঞ্জিত দেশের শেষ সীমান্তের এক অংশ    আমার মৃত দেশে তাজা রক্তের দাগ    যেন  সজ্জিত সুরমার আঁচ ...

বিশ্বনাথ মিত্রর কবিতা

Image
বিশ্বনাথ মিত্র জন্ম: ১৫/৬/১৯৬৬ পেশা : বাংলা শিক্ষক, ইষ্টার্ন রেলওয়ে  হাইয়ার সেকেন্ডারি স্কুল আসানসোল ৫১ বছর বয়সে সাহিত্য জীবন শুরু (২০১৭ ) মাত্র তিন বছর ৷ শুরুর প্রথম বছরে প্রথম কাব্যগ্রন্থ ''কাশফুলের রণক্ষেত্র" প্রকাশিত ৷ ২০১৮ তে প্রকাশিত ইতিহাসধর্মী প্রবন্ধ  "আসানসোল বইমেলার কথকতা" ৷ প্রখ্যাত লেখিকা বানী ঘোষ এই বইটি সম্বন্ধে বলেছেন, 'বইমেলা নিয়ে বাংলা সাহিত্যের প্রথম বই ৷' এটি "আনন্দবাজার" পত্রিকা দ্বারা প্রশংসিতও হয় ৷ এছাড়াও প্রকাশিত 'উর্বশী ও পুরুরবা' নামে অণু কাব্যগ্রন্থ ৷ "শিকলভাঙা অষ্টবসু " এবং "বাইশে শ্রাবণ" নামে যৌথ কাব্য সংকলন ৷ বর্তমানে সবচাইতে উল্লেখ্য, সদ্য পূর্ব রেলওয়ের প্রকাশনায় গান্ধীজির জন্মের সার্ধ শতবর্ষে প্রকাশিত ইংরেজীতে যৌথ  প্রবন্ধ FATHER OF THE NATION LIFELINE OF THE NATION এর অন্যতম লেখক ৷ লেখক সমাজের নিপীড়িত এবং অত্যাচারিত মহিলাদের জন্য কাজ করেন এবং মানুষের জন্য গভীর সহানুভূতি তার সাহিত্য রচনার অন্যতম প্রেরণা ৷        আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির করোনা নিয়ে ...

শুভব্রত মন্ডলের কবিতা

Image
শুভব্রত মন্ডল গড়পঞ্চকোটের থাকেন। একাকী নির্জনতার বাসিন্দা। পেশায় অনগ্রসর কল্যাণ ও আদিবাসী কল্যাণ দপ্তরে কর্মরত। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ  কবিতা                           1: অনুভব                   ( ১) অসহ্য সবুজের শেষে বুঝি নীল থাকে? এত সংশয়,জল উপচানো নির্জনতা,  মিউকাস পাপ, ঐ দুরের কালভার্টের তলায় জমাট অন্ধকারের মতো,রক্তমাখা ছেঁড়া কাপড় সাবধানে কাঁদে।                    (২) কে না চায় অজস্র ফ্ল্যাশলাইট? কে না চায় চোখের উজ্জ্বল মুগ্ধতা? বিখ্যাত হবার পাপমুক্ত জীবন মোক্ষ।                      (৩) খুনীর কামের চেয়ে সরল কিছু নেই; খুনীর প্রতিটি আঘাতে আছে সুনিবিড় যত্ন। সরলতা লুকোনো যায়না।                         (৪) জলের অবিনস্ত্য পোকাদের মৈথুনে ঘাটের পাথরে...

সাবিয়া খাতুনের কবিতা

Image
পুরুলিয়ার এক গ্রামে থাকেন  , এখানকার একটা সরকারি প্রাইমারি স্কুলে পড়ান এবং বালার্ক নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদনার কাজ করেন । ইংরেজি সাহিত্যে এম.এ. পাশ করেছেন। তরুণ এই কবি লেখেন প্রতিবাদের ভাষা , অত্যন্ত স্পষ্ট ভঙ্গিমায় । আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ করোনা পরিস্থিতি নিয়ে  কবিতা ।  করোনা ডাইরি -১ তোর জন্মদিন আর কটা দিন পরেই আমি বলেছিলাম শহরের নামী কেকের দোকানে কেক অর্ডার করব তুই বলেছিলি "জানিস আমাদের দেশ ক্ষুধাসূচকে ১০২ নাম্বারে" বলেছিলি,"যেখানে মানুষ দুবেলা দুমুঠো মোটা চালের ভাতই পায় না রোজ,সেখানে জন্মদিনে এত টাকা খরচ করে কেক,বিলাসিতা" আমি কাঁদো কাঁদো চোখে বলেছিলাম,"কিন্তু আমি তোর জন্মদিনে কিছুই করব না?আমার ইচ্ছে করে না? তুই বললি "অবশ্যই করবি,আমাকে আমাকে একটা তিনটাকা দামের ইউজ অ্যান্ড থ্রো পেন দিবি,আমি তোকে নিয়ে কবিতা লিখবো,তুই তো আবার খাতায় না লিখলে পছন্দ করিস না,হাতের লেখা চিঠিই তোর বেশী পছন্দের,হোয়াটসঅ্যাপের থেকে" আর তোকে কিছু খাওয়াব না ওইদিন? তুই বললি "হ্যাঁ অবশ্যই,জানিস তো ওই বাসস্ট্যান্ডের সা...

সোনালি মন্ডল আইচের কবিতা

Image
সোনালি মন্ডল আইচের জন্ম ও বর্তমান নিবাস : কলকাতা ।শিক্ষা: চারুচন্দ্র কলেজ, কলকাতা  বিশ্ববিদ্যালয় ।পেশা : বেসরকারি ক্ষেত্রে কর্মরত ভালোলাগা : বই পড়া, কবিতা লেখা, পোষ্যদের সাথে সময় কাটানো । আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা । ১:  কালিদাস অতঃপর এই ক্যানভাস তুমি একজন ছবিপাগল দিনের আলো রাতের অন্ধকার কিছুই বাদ যায় না অসংলগ্ন রঙিন কথা -- চোখে ভেসে আসা তীব্র রঙ তার আঙ্গিকে কণামাত্র অনটন নেই সেখানে ইঙ্গিতে শব্দ ভেঙে পড়ে জোড়া লাগাবার প্রয়াস ছুঁয়ে টেবিলের কোনা বেয়ে মেঝেতে গড়াতে থাকে একরোখা ভঙ্গি আত্মবিশ্বাস ইতিহাস টেনে আনে বাস্তিল গলা ফাটাচ্ছে হারবে জেনেও একজোড়া ড্রাম স্টিক মাতালো রাত ঝুলে রইল অসম্পূর্ণ পোট্রেট দেয়াল জুড়ে কালো চশমায় দর্শক ছুঁয়ে ছুঁয়ে যায়... ২: সমতটে ক্ষণমুহূর্তের জন্যও চেনা হয়না প্রতিচ্ছবির মধ্য আশ্চর্য মিল ধরতে গেলে গুঁড়িয়ে যায় সমস্ত ট্র্যাজেডি ব্যক্তিগত বলে তরজমা নেই প্রতিবাদও মিথেন গ্যাসে বায়বীয় সময়ের নিরিখে বোতল ভাঙে সতর্ক থেকো লেবুফুল জোনাকি নিয়ে সাজে ফুলের বাস বুকের শ্বাস মিলেমিশে রুদালি হয়...

পারমিতা ভট্টাচার্যের কবিতা

Image
কবি পরিচিতি: - পারমিতা ভট্টাচার্য।কবি ও কথাসাহিত্যিক। পশ্চিমবঙ্গের হুগলী জেলার চাঁদবাটি নামক গ্রামে 7ই এপ্রিল জন্মগ্রহণ করেন।ছোটো থেকেই প্রকৃতির কোল ঘেঁষে বড়ো হওয়ায় প্রকৃতির প্রতি একটা অদম্য টান।লেখার প্রতি ভালোবাসাও ছোটো থেকেই তাঁর।        পারমিতা  ভট্টাচার্য একজন গৃহবধূ ,  বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে করেছেন ইতিহাসে এম এ ।কাজের ফাঁকে লেখাটাই তাঁর একমাত্র আবেগ ও ভালোবাসা।আলাপি মন,পদক্ষেপ,অবেক্ষণ । কলকাতার চিত্র,পারিজাত ও আরও অনেক পত্রিকাতে তিনি লেখালেখি করেন।এছাড়াও বিভিন্ন ব্লগজিনেও তাঁর লেখা প্রকাশিত হয়।' স্বপ্ন ছুঁয়ে যাই ' নামক কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর।এবারের বইমেলাতে ' কাব্য বত্রিশের মালা ' নামক একটি কাব্য গ্রন্থ তাঁর প্রকাশ পেয়েছে। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা । ১: অবশ্যম্ভাবী ভাবনার ঘরে ছিটকিনি তুলে দিলে দেওয়াল ঘড়িটাও টিকটিক করা ভুলে যায়, মস্তিষ্কে ঘোরাফেরা করে অসংখ্য ঘুণপোকা। মাথার ভিতর কিলবিল করা দুঃস্বপ্নেরা দল বেঁধে আসে ঘুমের ভিতর, স্বপ্নের রাহাজানি করবে বলে। রঙিন রাংতায় মোড়া...