দেবাশিস তেওয়ারীর কবিতা

সংক্ষিপ্ত জীবনী ----------------------- জন্ম১৪ ই জানুয়ারি ১৯৮২. ২০০২ সালে দেশ পত্রিকার শারদ সংখ্যায় কবিতা প্রকাশের মধ্যে দিয়ে বৃহত্তর পাঠক সমাজে পরিচিতি।আকাশবাণী কলকাতা কেন্দ্রে নিয়মিত কবিতা পাঠে অংশ নেন।এ যাবৎ কবির প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৬। শেষেরটি প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স। দেশ,আনন্দবাজার,বর্তমান,শিলাদিত্য,নন্দন,প্রসাদ,কবিতা পাক্ষিক থেকে শুরু করে অজস্র কাগজে নিয়মিত লেখালেখি করেন।কবি পছন্দ করেন প্রচুর পড়াশোনা করতে,ও প্রচুর হাঁটতে।পেশাঃ গভঃ হাইস্কুলের শিক্ষক(বাংলা ভাষা ও সাহিত্য) আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা। ১: দৃশ্যের ভিতরে অতিসঞ্চরণশীল এক একটি দৃশ্যের ভিতর থেকে তুলে আনি কাশফুল,প্রজাপতি প্রেম,ধানফুল গ্রাম... আমি আমার পুজ্যপাদ দিদিকে সেসব ছবি দেখাই, জড়ভরতের মতো ছবির গা থেকে বেরোয় আঁশটে গন্ধ, দিদি মাছ কাটতে ভালোবাসেন, তাই ছবিগুলোর প্রেমে পড়লেন।প্রেমে পড়তে পড়তে প্রেমে পড়তে পড়তে ছবিগুলো ফিকে হয়ে উঠল, সূর্য রঙ ঢেলে দিল গায়ে... দৃশ্যের ভিতর থেকে ছুটে আসা স্থবির আক্ষেপ মাঠ-ঘাট পার হয়ে ট্রেন ধরতে চলে গেল ...